রমজান উপলক্ষ্যে কিশোরগঞ্জে ১ লিটার দুধ পাওয়া যাবে ১০ টাকায় (ভিডিও)

|

কিশোরগঞ্জ প্রতিনিধি:

চারদিকে বাজারে যখন অস্থিরতা, তখন দুধের লিটার ১০ টাকা! হ্যাঁ, রমজান মাস উপলক্ষে দৃষ্টান্তমূলক এ উদ্যোগ কিশোরগঞ্জের খামার ব্যবসায়ী এরশাদ উদ্দিনের। লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এরশাদের এমন পদক্ষেপে আনন্দিত এলাকাবাসী। অন্যান্য ব্যবসায়ীরাও উৎসাহী হবেন বলে প্রত্যাশা করছেন খামার ব্যবসায়ী এরশাদের।

চার শতাধিক গরু নিয়ে রৌহা গ্রামে খামার গড়েন ব্যবসায়ী এরশাদ উদ্দিন। প্রতিবছরই রমজান মাসে চেষ্টা করেন দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ঘোষণা দিয়েছেন ১০ টাকা লিটারে গরুর দুধ বিক্রির। তার এ ঘোষণায় আগ্রহ দেখা দিয়েছে করিমগঞ্জ উপজেলা জুড়ে। দুর্মূল্যের বাজারে এরশাদ উদ্দিনের এমন সিদ্ধান্ত স্বস্তি দিচ্ছে হতদরিদ্র মানুষকে।

কিশোরগঞ্জ জেলায় খোলা বাজারে দুধ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা লিটারে। এমন পরিস্থিতিতে এরশাদের এ উদ্যোগকে মানবিক বলছেন স্থানীয়রা। অন্যান্য মুসলিম দেশের মতো রমজান মাসে পণ্যের দাম কমানো ও উদ্বুদ্ধকরণের উদ্দেশেই এ ব্যতিক্রমী উদ্যোগ- বলছেন এরশাদ উদ্দিন।

কিশোরগঞ্জের জেসি এ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, আমরা হজ করতে গেলে বা রমজানে মক্কা-মদিনা প্রভৃতি জায়গায় গেলে দেখি যে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম কমিয়ে রাখছেন। আমরা মুসলমানরা রমজানে চাই আল্লাহর দিদার ও ভালবাসা লাভ করতে। এজন্য রমজান মাসে আল্লাহর ভালবাসা পেতেই জেসি এ্যাগ্রো গ্রুপ ১০ টাকা লিটারে দুধ বিক্রি করবে।

প্রসঙ্গত, রমজান মাসে ২ হাজার লিটার দুধ নামমাত্র দামে বিক্রি করবেন এ ব্যবসায়ী। প্রতিদিন দরিদ্রদের কাছে বিক্রির জন্য বরাদ্দ থাকবে ৬৭ লিটার দুধ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply