বন্ধ হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের

|

ছবি: সংগৃহীত

হিলি প্রতিনিধি:

ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি পত্র বা আইপি’র মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার (১৫ মার্চ)। এ অবস্থায় বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে হিলিসহ দেশের সবকটি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাবার আশঙ্কা ব্যবসায়ীদের।

আমদানিকারকরা বলছেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি পত্রের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করেছিল ১৫ মার্চ
পর্যন্ত। নতুন করে আইপি’র মেয়াদ না বাড়ানোর কারণে ১৫ মার্চ এর পর থেকে অর্থাৎ আগামীকাল বুধবার থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে।

পেঁয়াজ আমদানিতে অনুমতি পত্র বা আইপি’র মেয়াদ নতুন করে না বাড়ানো গেলে দেশের সব বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ সঙ্কট সৃষ্টি হবে, দাম উর্ধমুখী হয়ে উঠবে।

যেহেতু আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে রমজান মাস এ সময়ে দেশে পেঁয়াজের চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির আইপি’র মেয়াদ বাড়িয়ে দেয়ার পরামর্শ বন্দরের আমদানিকারকদের।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply