লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

|

জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা করিম বেনজেমা। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব সিক্সটিনের ফিরতি লেগের লড়াইয়ে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা।

সান্তিয়াগো বার্নাব্যু’তে মুখোমুখি হয় গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। শেষ আটে যেতে হলে অলরেডদের লিখতে হতো রূপকথা। সে সুযোগও এসেছিল বেশ কয়েকবার। তবে দুই দলই সেগুলো মিস করায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন গ্যালাক্টিকোদের ফরাসি তারকা করিম বেনজেমা। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই স্ট্রাইকার। দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে এগিয়ে থেকে শেষ আটের টিকিট পায় কোচ আনচেলত্তির শিষ্যরা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply