জাতীয় দলে ফিরছেন ইব্রাহিমোভিচ

|

ছবি: সংগৃহীত

চোটের কারণে প্রায় ১ বছর ধরে সুইডেন দলের বাইরে ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। শঙ্কা জাগে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। তবে শঙ্কা কাটিয়ে এক বছর পর সুইডেন দলে ডাক পেলেন এই তারকা স্ট্রাইকার।

চলতি মাসেই ইউরোর বাছাই পর্বের ম্যাচ রয়েছে সুইডেনের। তার আগে ইব্রাহিমোভিচকে দলে ডেকেছেন কোচ ইয়ানে অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ সবশেষ সুইডেনের হয়ে খেলেছেন ২০২২ সালে, পোল্যান্ডের বিপক্ষে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে। দীর্ঘ বিরতির পর এবার ফিরলেন জাতীয় দলে।

এ মাসে শুরু হতে যাওয়া ইউরো বাছাই পর্বে ‘এফ’ গ্রুপে বেলজিয়াম, অস্ট্রিয়া, আজারবাইজান, এস্তোনিয়ার সঙ্গে আছে সুইডেন। আগামী ২৪ ও ২৭ মার্চ বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে বাছাই পর্ব শুরু হবে সুইডিশদের।

এ দুই ম্যাচে মাঠে নামতে পারলে ইতালির দিনো জফের বহু পুরোনো এক রেকর্ড ভেঙে দেবেন ইব্রাহিমোভিচ। ১৯৮২ সালে ৪০ বছর ৯০ দিনে ইউরোর বাছাই পর্বের ম্যাচে খেলেছিলেন ইতালিয়ান কিংবদন্তি। সুইডেনের জার্সিতে ১২১ ম্যাচে ৬২টি গোল করেছেন ইব্রাহিমোভিচ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply