Site icon Jamuna Television

ভূমিকম্পের পর এবার বন্যায় বিপর্যস্ত তুরস্ক

ভয়াবহ ভূমিকম্পের পর এবার বন্যায় বিপর্যস্ত তুরস্ক। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির সানলিউরফা ও আদিয়ামান প্রদেশে তলিয়েছে রাস্তাঘাট। অনেক এলাকায় বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। পানিবন্দি লাখও মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় চলছে জরুরি বিভাগের উদ্ধার তৎপরতা।

তরুস্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় প্রতি বর্গমিটারে ১শ’ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেখানে। তুরস্কের বন্যা কবলিত দুই প্রদেশে প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষের আবাস। গত মাসে হওয়া প্রলয়ংকারী ভূমিকম্পে অঞ্চলটিতে ঘরবাড়ি হারিয়েছে হাজার হাজার মানুষ। অনেকেই বাস করছেন তাবু বা প্লাস্টিকের আচ্ছাদনের নিচে। এরইমধ্যে নতুন দুর্যোগে বিপন্ন তাদের জীবন।

/এমএন

Exit mobile version