হজের খরচ কমছে না, বাড়ছে না নিবন্ধনের সময়

|

হজ প্যাকেজের মূল্য কমাবে না সরকার। একইসাথে আর বাড়ানো হবে না নিবন্ধনের সময়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানিয়েছেন।

সে হিসেবে আজ বৃহস্পতিবারই শেষ হচ্ছে হজের নিবন্ধনের সময়। রাত ১১টা পর্যন্ত হজের নিবন্ধন করার সুযোগ থাকছে। আজ সকাল ১১টা পর্যন্ত হজের কোটা বাকি ছিল ২৩ হাজার ৫৮৯।

ধর্ম মন্ত্রণালয় জানায়, আজ অনেকেই নিবন্ধন করছেন। দিন শেষে এই কোটা আরও কমবে বলে আশা প্রকাশ করেছে।

হজের প্যাকেজের মূল্যের বিষয়ে আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, একমাত্র বিমান ভাড়া ছাড়া আর কোথাও টাকা কমানোর সুযোগ নেই। কিন্তু বিমান ভাড়া কমাতেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, এবার অতিরিক্ত হজ প্যাকেজ মূল্যের কারণে নিবন্ধন সময় তিন দফা বাড়ানো হয়। তারপরেও কোটা পূরণে হিমশিম অবস্থা ধর্ম মন্ত্রণালয়ের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply