পোল্যান্ডে রাশিয়ার ৬ গুপ্তচর আটক

|

রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পোল্যান্ড পুলিশ। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের ত্রাণ সরবরাহের জন্য ব্যবহৃত বাক্সে গোপন ক্যামেরা বসিয়েছিল চক্রটি। এছাড়াও দেশটির ইউক্রেন সীমান্তবর্তী পোডকারপাকি প্রদেশে রেলওয়ে জংশন ও প্রধান সড়কের পাশে কয়েক ডজন ক্যামেরা লাগায় তারা। নাশকতার পরিকল্পনাও ছিল তাদের।

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে গুপ্তচর যুদ্ধ বেড়েছে। পোল্যান্ড ইউক্রেনের শক্তিশালী মিত্র হওয়ায় দেশটিতে সম্প্রতি রাশিয়ার গুপ্তচরবৃত্তি কার্যক্রম বাড়ার অভিযোগ উঠেছে। গেলো মাসেই গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply