ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩০

|

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৩০ জনের। বৃহস্পতিবারের এই অভিযানে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ।

হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হোদাইদা বন্দর নগরীতে চালানো হয় এ অভিযান। স্থানীয়দের অভিযোগ, শহরের কেন্দ্রীয় হাসপাতালের খুব কাছেই দু’দফায় চালানো হয় মিসাইল হামলা।

যদিও সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলার কথা অস্বীকার করেছে। তাদের অভিযোগ, হুতিরা নিজ জনগণের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক জোটের ওপর বেসামরিক মানুষ হত্যার দায় চাপাতে চাইছে।

হুতি গণমাধ্যমের দাবি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ জনের বেশি মানুষকে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইয়েমেনে হুতি নির্মূলে অভিযান শুরু করে সৌদি জোট। এখন পর্যন্ত সেসব অভিযানে প্রাণ গেছে ১০ হাজারের বেশি মানুষের। আহতের সংখ্যাও প্রায় ৪০ হাজার।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply