পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন: জেনিন আশ্রয়কেন্দ্রে নিহত ৪, আহত অন্তত ২০

|

দখলকৃত পশ্চিম তীরে আবারও ইসরায়েলি আগ্রাসনে নিহত ৪ ফিলিস্তিনি। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) চালানো এই হামলায় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন, বাড়তে পারে প্রাণহানি। জেনিনের আশ্রয়কেন্দ্রে হঠাৎ-ই শুরু হয় সাঁড়াশি অভিযান। গোলাগুলিতে প্রাণ হারায় ১৬ বছরের এক কিশোরও।

ইসরায়েলি বাহিনীর দাবি, অভিযানে সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ ও হামাসের দুই সক্রিয় কমান্ডারকে হত্যা করাই ছিল তাদের মূল টার্গেট। গোলাগুলির সময় বাধা দিলে হতাহতের শিকার হন বাকি ফিলিস্তিনিরা। চলতি বছর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আর দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন ৯০ জনের কাছাকাছি ফিলিস্তিনি। অন্যদিকে, ছোটখাটো সহিংসতায় ১৩ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply