জয় দিয়েই শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড

|

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোয় দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলে ৫-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইংলিশ জায়ান্টরা।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগে খুব একটা চাপ ছিল না রেড ডেভিলদের। এমনকি ২-০ গোলে প্রতিপক্ষের মাঠে হারলেও পরের রাউন্ডে চলে যেতো এরিক টেন হাগের শিষ্যরা। এমন সমীকরণে চাপমুক্ত থেকেই খেলেছে মার্কাস রাশফোর্ড-ব্রুনো ফার্নান্দেসরা।

ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকে আক্রমণেও খুব একটা ধার ছিল না সফরকারীদের। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোলের দেখা পায় রেড ডেভিলরা। বাঁ প্রান্তে আক্রমণে উঠে ক্যাসেমিরোর পাস দখলে নিয়ে ২৫ গজ দূর থেকে জোরালো শটে দলকে লিড এনে দেন রাশফোর্ড। ইউরোপা লিগে এ নিয়ে ষষ্ঠ গোলের দেখা পেলেন এ ইংলিশ ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত এই এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপা লিগের শেষ আটে পা রাখে ম্যানইউ।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply