আইপিএল নয়, আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ভাবছেন লিটন

|

ছবি: সংগৃহীত

এক সিরিজ জিতেই ক্রিকেটের টি-২০ সংস্করণে নিজেদের বড় দল ভাবতে চান না লিটন কুমার দাস। তবে ২২ গজে যেভাবে দাপট দেখিয়ে খেলেছে দল সেটাকেই বড় অর্জন হিসেবে দেখেন তিনি। বলছেন, আপাতত আইপিএল নয়, ভাবছেন আয়ারল্যান্ড সিরিজ নিয়ে।

বিশ্বজুড়ে প্রায় সব ক্রিকেটারের কাছে এখন আইপিএলে খেলা দারুণ কাঙ্ক্ষিত। লিটন প্রথমবারের মতো এবারই আইপিএলে দল পান। আইপিএলের নিলামে তাকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই দলে নেয় কলকাতা নাইট রাইডার্স

যমুনা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লিটন বলেন, দেখেন আমি এটাও বলবো না যে আগামী দুই-তিন সিরিজে অনেক বড় কিছু করে ফেলবো। আমরা যেভাবে ক্রিকেট খেলছি, তাতে আমার কাছে মনে হয়, এভাবে ধারাবাহিকতা ধরে রেখে যদি খেলতে পারি, তাহলে সাফল্য আসবে।

লিটন আরও বলেন, এখন পর্যন্ত আইপিএল নিয়ে লক্ষ্য স্থির করিনি। সামনে আমার আয়ারল্যান্ড সিরিজ, সেখানে ভালো করার লক্ষ্য থাকবে। এই সিরিজে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ৩ ফরম্যাটেই ভালো করার চেষ্টা করবো।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply