নাটোরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে একটি পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার পণ্ডিতগ্রাম বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, মাছ চাষী জহুরুল ইসলাম তার ১৩ বিঘা পুকুরে সিলভার কার্প, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছিল। বৃহস্পতিবার রাতে শত্রুতাবসত কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এর ফলে মাছগুলো মরে ভেসে উঠেছে। শুক্রবার সকালে জহুরুল পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠছে। এতে ১৩ বিঘা পুকুরের প্রায় ১৬৫ মণ মাছ মরে গেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ১৩ লক্ষাধিক টাকা।

এবিষয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply