আয়ারল্যান্ডের বিপক্ষে অনুশীলনে দেখা মিললো ডান-হাতি সাকিব আল হাসানের। রিভার্স সুইপ খেলার চেষ্টাতেই তাকে দেখা গেছে ডানহাতি ব্যাটার রূপে। মাঠের বাইরে সমালোচনায় জর্জরিত সাকিব মাঠে একদমই ভিন্ন এক মানুষ। কখনও ফুটবলে মাতেন, কখনোবা সেন্টার উইকেটে দাঁড়িয়ে একের পর এক বল মাঠ ছাড়াও করেন।
এত এত সমালোচনা। তারপরও মাঠে নির্ভার সাকিব আল হাসান। সবুজ গালিচায় নামলে তার সব চিন্তাজুড়ে যেন থাকে শুধুই ক্রিকেট।
ক্যারিয়ারের দেড় যুগ পরও অনুশীলনে সাকিবের নিবেদন নিঃসন্দেহে প্রশ্নাতীত! সেই সাথে সতীথর্দের ভুলও ধরিয়ে দিচ্ছেন সমানতালে। ফরমের তুঙ্গে থাকা নাজমুল শান্তকে যেমন হাথুরুর সামনেই দেখিয়ে দিচ্ছেন লেগ সাইডে বড় শট খেলার টোটকা। ঠিক তেমনি নেটে তাসকিনকে দিচ্ছেন বড় শটের উৎসাহ।
সাকিব প্রসঙ্গে টাইগারদের কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, সাকিব তিন নম্বরে বেশ ভালে। ওকে দলের প্রয়োজনে এখন ৫ এ খেলানো হচ্ছে। আর এ জায়গা থেকেও দলের জয়ে বড় ভূমিকা রাখছে ও।
এর আগে, অনুশীলনে দলের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে আসেন সাকিব। উইকেটটা বুঝে নিলেন নিজের মতো করেই। ফেরার পথে মেতে ওঠেন পাশেই পড়ে থাকা একটি ফুটবল নিয়ে।
/এসএইচ
Leave a reply