ইউক্রেনকে সরবরাহ করা যুদ্ধবিমান কোনো প্রভাব ফেলবে না রুশ অভিযানে। এমন মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। কিয়েভের মিত্রদের দেয়া সব যুদ্ধবিমান ধ্বংস করে দেয়া হবে। এমন হুমকিও দিয়েছেন। খবর রয়টার্সের।
পেসকোভ বলেন, এসব যুদ্ধবিমান দিয়ে কোনো সুবিধা করতে পারবে না কিয়েভ। কেবল শত্রুতা বাড়াবে। অবশ্যই সামরিক অভিযানে টার্গেট হবে এগুলো। সব যুদ্ধবিমান ধ্বংস করে দেয়া হবে।
তিনি বলেন, কয়েকটি ন্যাটোভুক্ত দেশ সংঘাতে তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ তারই উদাহরণ। এসব যুদ্ধ সরঞ্জাম বিশেষ এই সামরিক অভিযানে আমাদের লক্ষ্য পূরণে বাধা হতে পারবে না। এর ফলে ইউক্রেন ও দেশটির জনগণের ভোগান্তিই বাড়বে। পশ্চিমাদের এইসব সরঞ্জাম যেকোনো মূল্যেই ধ্বংস করবো আমরা।
এটিএম/
Leave a reply