দু’বছর পর চালু হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল, সচল ফেসবুকও

|

দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল। শুক্রবার (১৭ মার্চ) সাবেক প্রেসিডেন্টের চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন। এর মাধ্যমে টুইটার অ্যাকাউন্টের পর পূর্ণাঙ্গভাবে সচল হয়েছে তার ইউটিউব চ্যানেলও। একই সাথে চালু হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট। খবর আল জাজিরার।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতায় উস্কানির দায়ে বন্ধ করে দেয়া হয়েছিল ইউটিউব চ্যানেলটি। কাছাকাছি সময় বন্ধ করা হয় তার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টও। তখন থেকে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল চালু করেন সাবেক এই প্রেসিডেন্ট। যেখানে তার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন।

ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর গত নভেম্বরে টুইটার অ্যাকাউন্ট ফিরে পান ট্রাম্প। চালু হয় ফেসবুক অ্যাকাউন্টও। তিন টেক প্ল্যাটফর্মে ১৪৬ মিলিয়ন ফলোয়ার ডোনাল্ড ট্রাম্পের। আগের নির্বাচনে ট্রাম্পের পক্ষে তহবিল সংগ্রহে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছিল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply