ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেসকে বাদ দিয়েই আগামী জাতীয় নির্বাচনের জন্য জোট গড়তে যাচ্ছেন মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদব। তাদের সঙ্গে রয়েছেন ঊড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েকও। খবর এনডিটিভির।
শুক্রবার (১৭ মার্চ) কলকাতায় এক বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তারা আগামী সপ্তাহে ঊড়িষ্যার বিজু জনতা দলের প্রধান নবীন পাটনায়েকের সঙ্গেও বৈঠক করবেন। এরপরই জোটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হতে পারে।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে কংগ্রেসকে বাদ দিয়েই জোট গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকের পর সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাবদ অভিযোগ করে বলেন, বিজেপি বিরোধী অবস্থান নিলেই ইডি এবং সিবিআই’র মতো সংস্থাগুলো দিয়ে হয়রানি করা হয়।
এসজেড/
Leave a reply