ফিনল্যান্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যপদের অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (১৭ মার্চ) আঙ্কারায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সাথে বৈঠকের পর এরদোগান এই সিদ্ধান্তের কথা জানান। খবর আলজাজিরার।
এরদোগান বলেন, তুরস্কের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই ন্যাটো জোটে ফিনল্যান্ডকে সমর্থনের বিষয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সংসদে সমর্থনের প্রক্রিয়া শুরু করেছি।
প্রেসিডেন্ট এরদোগানের সম্মতির পর এখন ফিনল্যান্ডের আবেদন তুরস্কের সংসদে যাবে।
এটিএম/
Leave a reply