গাড়িচালকরা ডেকেছেন ধর্মঘট। কোনো যান চলাচল নেই। এমন অবস্থায় ২৮ কিলোমিটার পায়ে হেঁটে বিয়ে করতে গেলেন বর। ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড় জেলায়। বরযাত্রী সহ নতুন বরের পায়ে হেঁটে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
পাত্রের বা়ড়ি রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। পাত্রীর বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে কল্যাণসিংহপুর ব্লকের দিবালপাডু গ্রামে। বিয়ের তারিখ যখন ঠিক করা হয়েছিল, তখন স্বভাবতই ধর্মঘটের কথা ছিল না। বিয়ের এক দিন আগে তারা পরিবহন ধর্মঘটের কথা জানতে পারেন।
কীভাবে পাত্রীর বাড়ি পৌঁছাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন বরসহ অন্য বরযাত্রীরা। তবে শেষ পর্যন্ত পাত্র নিজেই সমাধান সূত্র খুঁজে বের করেন। তিনি জানান, গাড়ি না পেলে পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন।
সেই পরিকল্পনা অনুযায়ী বিয়ের একদিন আগেই কিছু লোক সাথে নিয়ে হবু শ্বশুরবাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন। সারা রাত হেঁটে বিয়ের নির্ধারিত সময়ে পৌঁছান তারা। তবে বিয়ে শেষে নতুন বৌকে নিয়ে আর পা হেঁটে ফেরেননি বর। আপাতত তারা শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন।
এটিএম/
Leave a reply