ব্যর্থ তামিম, ভালো শুরুর পর সাজঘরে লিটন

|

ছবি: সংগৃহীত

আইরিশদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শুরুতেই অধিনায়ক তামিম ইকবালের উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাসের ব্যাটে ছিল আস্থার ইঙ্গিত। কিন্তু কার্টিস ক্যাম্ফারের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে সোজা ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন তিনিও।

মার্ক অ্যাডেয়ারের করা ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলটি পিচ করার পর আউটসুইং করে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ড্রাইভ করতে গেলেন তামিম ইকবাল। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় প্রথমে স্লিপে দাঁড়ানো পল স্টার্লিংয়ের হাতে। মাত্র ৩ রানেই ইতি ঘটলো তামিমের ইনিংসের।

তিনে নামা ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলীয় সংগ্রহকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটস দাস। খেলছিলেনও দারুণ। কিন্তু কার্টিস ক্যাম্ফারের করা বলকে ব্যাকফুটে গিয়ে একটু আগেই পুশ করতে চাইলেন লিটন। থেমে আসা ডেলিভারিটি লিটনের ব্যাটের ওপেন ব্লেডে লেগে উঠে যায় শূন্যে। আর সহজ ক্যাচ নিয়ে তার বিদায়ঘণ্টা বাজান পল স্টার্লিং।

উইকেটে এখন নাজমুল শান্তর সাথে আছেন সাকিব আল হাসান। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান। এই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply