মার্কিন ড্রোন ভূপাতিত করা দুই রুশ পাইলট পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

|

কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার স্বীকৃতিস্বরূপ দুই রুশ পাইলটকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, কৃষ্ণ সাগরে আবারও নজরদারি কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

শুক্রবার (১৭ মার্চ) এসইউ-২৭ যুদ্ধবিমানের ওই দুই পাইলটের হাতে সম্মাননা তুলে দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সম্মাননা প্রদান অনুষ্ঠানে দুই পাইলটের প্রশংসা করে বলেন, ক্রাইমিয়ার কাছাকাছি বিমান উড্ডয়নে মস্কোর নিষেধাজ্ঞা ছিল এমন একটি এলাকায় মার্কিন ড্রোন উড়তে বাধা দিয়েছিলেন তারা।

এদিকে, ক্রেমলিনপন্থী রাজনীতি বিশ্লেষক সের্গেই মারকভ বলেছেন, এটা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে রাশিয়া মার্কিন ড্রোন ভূপাতিত করা অব্যাহত রাখবে। রুশ সরকারের এমন সিদ্ধান্ত জনসমর্থন লাভ করবে বলেও মনে করেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply