ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান এবং ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৪ রান সংগ্রহ করার সময়ই সাকিব যোগ দেন সনাৎ জয়াসুরিয়া এবং শহীদ আফ্রিদির সাথে। তামিম ইকবালের পর সাকিবই বাংলাদেশের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এ মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৩০০ উইকেট পূর্ণ করেন সাকিব। বাঁহাতি অর্থোডক্স স্পিনার হিসেবে জয়াসুরিয়া এবং ড্যানিয়েল ভেট্টোরির পর তৃতীয় ক্রিকেটার হলেন বাংলাদেশের ক্রিকেটের এই পোষ্টার বয়।
এছাড়া, টেস্ট এবং টি-টোয়েন্টিতেও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এই অলরাউন্ডার। সাকিবের ভাণ্ডারে আছে ২৩১ টেস্ট উইকেট এবং ১২৮ টি-টোয়েন্টি উইকেট। টি-টোয়েন্টিতে ৪৪৩ উইকেট নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৫ম অবস্থানে আছেন সাকিব। টি-টোয়েন্টিতে আরেকটি রেকর্ডে সাকিবের সাথে আছেন কেবল ডোয়াইন ব্রাভো। ৬ হাজার রান, ৪০০ উইকেট এবং ৫০টি ক্যাচ নেয়ার এই রেকর্ডে সাকিব ও ব্রাভো ছাড়া নেই কেউই।
আরও পড়ুন: সাকিব-হৃদয়ের ব্যাটে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড
/এম ই
Leave a reply