কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়িয়েছে রাশিয়া। শনিবার (১৮ মার্চ) জেলেনস্কি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর আল জাজিরার।
কিয়েভের দাবি, তৃতীয় দফা ১২০ দিন মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে দু’পক্ষ। তবে পুতিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো তথ্য দেয়া হয়নি। ফলে ১৮ মার্চ শেষ হওয়া চুক্তি কতদিন বাড়ানো হয়েছে সেটি এখনও নিশ্চিত নয়।
সম্প্রতি জাতিসংঘ এবং তুরস্কের চার মাসের চুক্তি বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষিতে ৬০ দিন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছিল মস্কো। পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল না করলে শস্য রফতানির এই চুক্তি দীর্ঘস্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়। গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বন্ধ হয়ে যায় খাদ্যশস্য রফতানি। বিশ্ববাজারে খাদ্য সংকট দূর করতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক এবং জাতিসংঘ। এ চুক্তির আওতায় এখনও পর্যন্ত ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রফতানি করেছে কিয়েভ।
এসজেড/
Leave a reply