ইউরোপা লিগ থেকে বিদায় নিলেও ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে আর্সেনালের জয়ের ঝান্ডা। গানারদের রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে ইপিএলের দলগুলোর জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুকায়ো সাকার জোড়া গোলে এবার ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকা করেছে মিকেল আর্টেটার শিষ্যরা। টেবিলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেয় আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলে গানাররা। ম্যাচের ২৮তম মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। চলতি আসরে সবশেষ ৬ ম্যাচে তার গোল ৬টি। এরপর ম্যাচের ৪৩ মিনিটে বেন হোয়াইটের পাস থেকে গোল করেন সাকা। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গানাররা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আর্সেনালের পক্ষে তৃতীয় গোলটি করেন গ্রানিত জাকা। ৬৩ মিনিটে গানারদের জালে এক গোল শোধ দেয় ক্রিস্টোল প্যালেস। গোল করেন স্কুলপ। ৭৪ মিনিটে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়িয়ে ডাবলস পূরণ করেন সাকা। বাকি সময় ক্রিস্টাল প্যালেস চেষ্টা করেছে, কিন্তু আর্সেনালের রক্ষণকে বিচলিত করতে পারেনি। যার ফলে, ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৬৯। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে টটেনহ্যাম হটস্পার, তারা খেলেছে ২৮ ম্যাচ।
/আরআইএম
Leave a reply