দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক দম্পতির ওপর হামলা চালালো অজ্ঞাত বন্দুকধারী। রোববার (১৯ মার্চ) রাতের ঐ ঘটনায় গুরুতর আহত কমপক্ষে ৩ জন। খবর রয়টার্সের।
ইসরায়েলি সেনা বিবৃতিতে জানানো হয়, হাওয়ারা শহরে চালানো হয় হামলা। সেটি দখলদার ইহুদিদের এলাকা হিসেবে পরিচিত। গাড়িতে থাকা এক দম্পতির দিকে হঠাৎ-ই গুলি ছোড়া শুরু করে অস্ত্রধারী। তাতে মারাত্মক আহত হন ৩০ বছর বয়সী ইহুদি। পাশেই ছিলেন তার স্ত্রী। দু’জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পালানোর সময় সেনাসদস্যরা পথরোধ করে হামলাকারীর। এসময় গোলাগুলিতে এক সেনা এবং অস্ত্রধারী গুরুতর আহত হন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা ইসলামিক জিহাদ কেউই হামলার দায় স্বীকার করেনি। তবে জানিয়েছে, দখলদারিত্ব ও আগ্রাসনের প্রতিক্রিয়া এমনটাই হওয়া উচিত। গেলো মাসে একই শহরে গোলাগুলিতে প্রাণ যায় দুই ইসরায়েলি ভাইয়ের।
এটিএম/
Leave a reply