প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রোববার (১৯ মার্চ) এ নোবেলজয়ীর শান্তিনিকেতনের বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২৯ মার্চ অমর্ত্য সেন অথবা তার কোনো প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন ভবনের কনফারেন্স হলে উপস্থিত থাকতে হবে। সেখানেই অমর্ত্য সেনের জমি নিয়ে শুনানি হবে। দাবি করা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। তাই আইন মেনে তাকে কেনো ওই জমি থেকে উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্নও রাখা হয় চিঠিতে।
বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনের ‘প্রতীচী’ নিয়ে মতবিরোধ চলছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অন্যায়ভাবে শান্তি নিকেতনের জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। পাল্টা জবাবে তিনি জানান, ১ দশমিক ৩৮ একরের জমির উপর নির্মিত বাড়িটির ১দশমিক ২৫ শতাংশই তার নামে রেকর্ড করা আছে। আদালতে পারিবারিক উইলও জমা দেন তিনি। সমস্ত নথি পর্যালোচনা করে আদালত অমর্ত্য সেনের নামেই জমি রেকর্ডের নির্দেশ দেন।
এসজেড/
Leave a reply