আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেছেন, দুয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে আবারও আহবান জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি একে একে পূরণ করছে সরকার।
তিনি আরও বলেন, ধৈর্য, সহিষ্ণুতা নিয়ে ঘটনা পর্যবেক্ষণ করছি। সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার দমনমূলক আচরণ করা যাবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশটা সবার আগে। এর মধ্যে যারা রাজনীতির হীন উদ্দেশ্যে প্রবেশ করে যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক করার চেষ্টা করছে তার দেশকে অস্থিতিশীর করার পায়তারা করছে। কেউ কেউ এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে।’
মন্ত্রী বলেন, মানুষ কষ্ট পাচ্ছে, পরিবহন নামছে না। ড্রাইভাররা ক্রমেই নিরাপত্তাহীনতার কারণে নামতে চাইছে না। চেষ্টা করছি যাতে পরিবহনগুলো রাস্তায় ফিরে আসে।
Leave a reply