গোপালগঞ্জ সদরের ৬টি ইউনিয়ন পরিষদ ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়। সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেয়া হচ্ছে।
তবে ইভিএমে ভোটগ্রহণে অনেকে বিলম্বের অভিযোগ করেছেন।
এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে আনসার ও পুলিশ। টহল দিচ্ছে র্যাব ও বিজিবি। কোটালীপাড়া পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার।
ইউএইচ/
Leave a reply