বাংলাদেশি পণ্যের নতুন বাজার সন্ধানে সংশ্লিষ্টদের আহ্বান প্রধানমন্ত্রীর

|

টেকসই রফতানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বাংলাদেশি পণ্যের নতুন বৈশ্বিক বাজার সন্ধানে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মার্চ) সকালে গণভবনে রফতানি সংক্রান্ত ১১তম বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে টেকসই রফতানি প্রবৃদ্ধি অর্জনে পদক্ষেপ নিতে হবে। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশি পণ্যের জন্য বিশ্বব্যাপী নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশে যে চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে তা বিশ্লেষণ করে নতুন রফতানি নীতি গ্রহণ করা উচিত বলেও জানান প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply