ইকুয়েডরের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫

|

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ শতাধিক মানুষ। খবর বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এরই মধ্যে দুর্গত অঞ্চল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, ভূমিকম্পে ধসে পড়েছে বহু পুরনো ঘরবাড়ি ও স্থাপনা। বেশ কিছু সড়ক ভেঙে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজও। বাড়ির ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

শনিবার স্থানীয় সময় দুপুরে দেশটির উপকূলীয় বেশ কিছু এলাকায় অনুভূত হয় কম্পন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এল-ওরো প্রদেশ। এছাড়াও মানবরি, মান্তা ও রাজধানী কুইটোসহ আরও কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল ইকুয়েডরে বালাও শহর। ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, প্রতিবেশী দেশ পেরুর উত্তরাঞ্চলেও অনুভূত হয়েছে কম্পন। দেশটিতে মারা গেছেন একজন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply