সৌদি আরব সফরের জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার এ আমন্ত্রণকে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। খবর আলজাজিরার।
ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
খবরে বলা হয়েছে, ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে। গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়ে ইব্রাহিম রাইসিকে চিঠি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ওই চিঠিতে তিনি ইরানি প্রেসিডেন্টকে সৌদি আরব সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।
এ সফরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে আবারও বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা শুরু হতে পারে। দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে করা চুক্তি অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে উভয় দেশে নিজেদের দূতাবাস চালু করবে সৌদি আরব ও ইরান। এ ছাড়া চুক্তি স্বাক্ষরের পর ইরানে বিনিয়োগেরও আভাস দিয়েছেন সৌদি অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, সৌদি আরবে শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর, ইয়েমেন, সিরিয়া, সৌদি কূটনৈতিক পোস্টে আক্রমণ প্রভৃতি ইস্যুতে ২০১৬ সালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।
এএআর/
Leave a reply