বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী মোবাইল অপারেটর বাংলালিংক। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীতে বাংলাালিংকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান কান তেরজিওগ্লু। এ সময় জানানো হয়, ২০২২ সালের বাৎসরিক আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে মোবাইল অপারেটরটি। ফোরজিতে নিয়মিত বিনিয়োগ, কাভারেজ ও নেটওয়ার্কের গতি বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রতিষ্ঠানটির আয় ১২ শতাংশের বেশি বেড়ে ৫ হাজার ৩৭৪ কোাটিতে দাঁড়িয়েছে। গত বছরের চতুর্থ প্রান্তিকে গ্রাহক সংখ্যা গেলো বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর ৪০ শতাংশের বেশি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়। বর্তমানে গ্রাহক সংখ্যা ২ কোটির বেশি।
/এমএন
Leave a reply