সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

|

গাজীপুরের বড়বাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাভার্ড ভ্যানের চালককে মারধর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে চান্দনা এলাকায় রাস্তা পার হবার সময় একটি কাভার্ড ভ্যান সফিউদ্দিন সরকার একাডেমির ছাত্রী ফারজানা আলম মীমকে চাপা দেয়। এসময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন।

মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও শিক্ষার্থীদের সাথে চলমান বিক্ষোভে যোগ দেয়। এ সময় তারা কাভার্ড ভ্যানের চালককে মারধর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অবরোধ করে মহাসড়কও।

এদিকে, নরসিংদীর বেলাবোতে পিকআপ ভ্যানের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে নারায়ণপুর বাসস্ট্যান্ডে ক্ষেতের ফসল নিয়ে দাঁড়িয়ে ছিল আবদুল্লাহ। হঠাৎ একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় হাজী আসমত কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছে। দুর্ঘটনার সময় চালক ফোনে কথা বলছিল বলে জানায় স্থানীয়রা।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply