Site icon Jamuna Television

বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা; মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি।

বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গতকাল প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এমনটি জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত এক সামিটে তিনি এ কথা বলেন। পিটার হাস জানান, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি নির্ধারকদের কাজ করার পরামর্শ দেন মার্কিন এই রাষ্ট্রদূত। প্রয়োজনে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।

পিটার হাস বলেন, আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।

আরও পড়ুন: দুর্নীতি দমনে দুদককে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে: রাষ্ট্রপতি

/এম ই

Exit mobile version