২১১টি উপজেলা গৃহহীন মুক্ত হচ্ছে কাল

|

বুধবার (২২ মার্চ) থেকে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। এদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করবেন।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ-২ প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় গত তিন বছরে ১৩ লক্ষ মানুষ জমি ও বাড়ির মালিক হয়েছে।

চতুর্থ ধাপে আগামীকাল ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেয়া হবে। এসডিজির লক্ষমাত্রা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্প সহায়ক ভুমিকা রাখছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply