ইউক্রেনে ট্যাংক পাঠানোর গতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

|

ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব ইউক্রেনে ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মার্চ) পেন্টাগন জানায়, কিয়েভকে আব্রামস ট্যাঙ্ক সরবরাহের গতি বাড়ানোর পরিকল্পনা করছে তারা। সিএনএনের খবর।

গেলো জানুয়ারিতে, সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে ৩১টি এমওয়ানএটু আব্রামস ট্যাংক দেয়ার ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। তবে, নতুন পরিকল্পনা অনুযায়ী দেয়া হবে এমওয়ানএওয়ান এসএ ট্যাংক। মূলত, রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ হওয়ায় এগুলো দেয়া হচ্ছে। এছাড়া, এই ট্যাংকগুলো ইউক্রেনের সমর ভাণ্ডারে থাকা অন্যান্য ট্যাংকের মতো ডিজেল চালিত।

ছবি: সংগৃহীত

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার্স বলেন, ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে আমরা এমওয়ানএটু’র পরিবর্তে এমওয়ানএওয়ান আব্রামস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আমাদের ট্যাংক সরবরাহের গতি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। উভয় ট্যাংকের কার্যক্ষমতা প্রায় একই। আশা করছি, সেপ্টেম্বরের আগেই আমরা গুরুত্বপূর্ণ এই সমরাস্ত্র সরবরাহ করতে সক্ষম হবো। এমওয়ানএটু’র ও এমওয়ানএওয়ান উভয় ট্যাংকের কার্যক্ষমতা প্রায় একই। এটিতে, ১২০ এমএম কামান ও ৫০ ক্যালিবার মেশিনগান রয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের আইফোন ছুড়ে ফেলার নির্দেশ মস্কোর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply