গুজবে কান দেবেন না : প্রধানমন্ত্রী

|

গুজব বা কোন অপপ্রচারের কান না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলার ৩শ’ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রযুক্তিকে গঠনমূলক ও মানবকল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে না পারে, সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, স্কুল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে তৃতীয় পক্ষ চলে এসেছে। স্কুলের ইউনিফর্ম-আইডি কার্ড বিক্রি বেড়ে গেছে। শেখ হাসিনা আরও বলেন, যারা আগুন-সন্ত্রাস করেছে তারা কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে যে কোনো কিছু করতে পারে। শত উসকানির পরও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য্যের সাথে পরিস্থিতি সামাল দিয়ে সহযোগিতা করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply