২০২১ সালে জয়ললিতার ওপর জীবনীচিত্র নির্মাণ করা হয়েছিল। ছবির নাম ‘থালাইভি’। জয়ললিতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তামিল ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেয়েছিল ‘থালাইভি’। যদিও হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় তামিল সংস্করণই। এবার প্রযোজকদের কাছে ক্ষতিপূরণের দাবি ছবির ডিস্ট্রিবিউটারদের। খবর আনন্দবাজারের।
ক্ষতিপূরণের অঙ্কটা একেবারে কম নয়। প্রায় ৬ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে ছবির প্রযোজককে চিঠিও দিয়েছে ডিস্ট্রিবিউশন সংস্থা ‘জি’।
‘থালাইভি’ ছবিতে চরিত্রের প্রয়োজনে নিজেকে সম্পূর্ণ বদল ফেলেছেন কঙ্গনা। ‘ডবল চিন’, মাঝ বরাবর সিঁথি কাটা, অবিকল জয়ললিতার নিজস্ব স্টাইল! তবু হলে দর্শক টানতে পারেননি কঙ্গনা।
ক্ষতিপূরণের দাবিতে আইনি চিঠি পাঠালেও এখন পর্যন্ত চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছে ‘জি’-র কর্তৃপক্ষ।
এটিএম/
Leave a reply