অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মারলেন সুরিয়া কুমার। প্রথম দুই ম্যাচে মিচেল স্টার্কের বলে এবং তৃতীয় ওয়ানডে তে অ্যাস্টন আগারের বলে আউট হন এই ব্যাটার।
কিছুদিন আগেই দুরন্ত ছন্দে থাকলেও সুরিয়ার ওডিআই ব্যাটিং গড় নেমে গিয়েছে ২৫.৪৭ এ। চোটের জেরে শ্রেয়াশ আইয়ার না থাকায় সুরিয়ার কাছে দারুণ এক সুযোগ এসে গেলেও ৪ নম্বরে নেমে আপাতত নিজেকে মেলে ধরতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন তিনি।
আগামী বছর ভারতের মাটিতেই একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর। যার বছরখানেক আগে সুরিয়ার ফর্মের তেজ হারালেও পাশে দাঁড়িয়েছেন প্রাক্তনরা।
ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাস্কার বলেছেন, কৌশলগত কিছু সমস্যা হচ্ছে সুরিয়ার। ওর স্টান্সটাও খানিক ওপেন, যেটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য দারুণ উপকারী হলেও একদিনের ক্রিকেটে খানিক ভোগাচ্ছে। ওডিআই ম্যাচের ক্ষেত্রে বল ঠিক জায়গায় পড়লে মারতে গিয়ে ব্যাট আড়াআড়ি চলে আসছে, যেটার জেরে ভুগতে হচ্ছে ওকে। আপাতত ব্যাটিং কোচের কাছে গিয়ে সমস্যাগুলো কাটানোর জন্য কাজ শুরু করা দরকার।
/এনএএস
Leave a reply