হামলায় মির্জা ফখরুল ও তার দল জড়িত: ওবায়দুল কাদের

|

সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, অবশেষে থলের বিড়াল বের হয়েছে, বিএনপি জামায়াত একেক বার একেক আন্দোলনে ভর করছে। কোটা সংস্কার আন্দোলনে সুবিধা করতে না পেরে নিষ্পাপ আন্দোলনে সওয়ার হয়েছে বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপে মির্জা ফখরুলের সমর্থন দেয়ায় বিএনপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।

তিনি বলেন, শনিবার ও রোববারের হামলায় প্রমাণিত যে মির্জা ফখরুল ও তার দল এর সাথে জড়িত।

ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে যে আওয়ামী লীগ আন্দোলনকারীদের উপর হামলা করেছে তা হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। পার্টি অফিসের হামলার বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply