সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

|

প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামছেন টাইগাররা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি বৃষ্টিতে ভেস্তে গেলেও প্রথম ম্যাচে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে সিরিজ জিততে জয়ের বিকল্প নেই তামিম বাহিনীর।

আইরিশদের জন্য আজকের ম্যাচটা ডু অর ডাই। সিরিজ হার এড়াতে জিততে হবে তৃতীয় ওয়ানডে। বাংলাদেশকে সমীহ করেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে আয়ারল্যান্ড।

এদিকে, চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৪ সদস্যের দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বাদ পরেছেন নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply