ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন সুরাট আদালত। ‘মোদি’ পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করা মানহানির মামলায় তার এ কারাদণ্ড দেন আদালত। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, আদালতে হাজিরার জন্য আজ সকালেই সুরাটে যান রাহুল। এ সময় আইনজীবীরা ছাড়াও তার সাথে ছিলেন দলীয় নেতাকর্মীরা। দু’বছর জেল দিলেও জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। আগামী ৩০ দিনের মধ্যে সুরাট আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন রাহুল গান্ধি।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারণার সময় রাহুল এক ভাষণে বলেন, সব চোরদের পদবী ‘মোদি’ হয় কেন? মূলত: কোটি কোটি রুপি নিয়ে দেশ ছেড়ে পালানো ললিত ও নীরভ মোদি ছিল তার টার্গেট। সেসময়ই একে ‘মানহানি’ আখ্যা দিয়ে সুরাট আদালতে মামলা করেন বিজেপি নেতা এবং গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি। চার বছর পর এলো আলোচিত মামলার রায়। সাজা বাস্তবায়িত হলে রাহুল গান্ধির বিধায়ক এবং লোকসভা এমপির পদ বাতিল হতে পারে।
ইউএইচ/
Leave a reply