গত বছর কানাডার জনসংখ্যা বেড়েছে রেকর্ড ১০ লাখের বেশি। জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবে ফেলেছে জাস্টিন ট্রুডো সরকারের অভিবাসীবান্ধব নীতি। খবর বিবিসির।
সরকারি তথ্য বলছে, ৩ কোটি ৮৫ লাখ থেকে দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজারের ওপর। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই হার ২ দশমিক ৭ শতাংশ। যা ১৯৫৭ সালের পর সর্বোচ্চ। ২০১৫ সালে ক্ষমতায় আসার পরই অভিবাসীবান্ধব নীতি গ্রহণ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শ্রম সংকট মোকাবেলায় ২০২৫ সালের মধ্যে ৫ লাখ অভিবাসী গ্রহনের পরিকল্পনা নেয়া হয় গত বছর। এই উদ্যোগের আওতায় এরইমধ্যে ৬ লাখের বেশি আবেদন গ্রহণ করা হয়েছে। কানাডায় প্রবেশ করেছে ১ লাখ ৩০ হাজারের বেশি।
/এমএন
Leave a reply