ইসরায়েলে ‘বির্তকিত’ আইন পাস; শাসন ব্যবস্থায় বাধা পাবেন না নেতানিয়াহু!

|

দুর্নীতি মামলা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ষায় আইন পাস করলো ইসরায়েলের পার্লামেন্ট। বৃহস্পতিবার (২৩ মার্চ) এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর এপির।

১২০ আসনের পার্লামেন্টে প্রস্তাবের পক্ষে ৬১ ভোট পরে। বিপক্ষে ছিলেন ৪৭ আইনপ্রণেতা। আইনটি অনুসারে একমাত্র শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হলেই প্রধানমন্ত্রী পদে অযোগ্য বিবেচিত হবেন কোনো ইসরায়েলি রাজনীতিক। একমাত্র পার্লামেন্ট বা সরকারের হাতেই থাকবে সরকার প্রধানকে যোগ্য বা অযোগ্য ঘোষণার এখতিয়ার। বিচার বিভাগীয় সংস্কারের জন্য যে একগুচ্ছ প্রস্তাব রাখা হয়েছিল; সেগুলোর একটি এ আইন।

এর ফলে, তিন দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু শাসন ব্যবস্থায় কোনো বাধা পাবেন না। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে ক্ষুব্ধ ইসরায়েলিদের সাথে কট্টর ডানপন্থী সরকারের ফাটল আরও বাড়লো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply