আন্তর্জাতিক আদালত ‘উড়িয়ে’ দেয়ার হুমকিতে আইসিসির উদ্বেগ

|

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যকে ‘হুমকি’ মনে করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। খবর আল জাজিরা‘র।

সোমবার (২০ মার্চ) মেদভেদেভ বলেন, উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে হেগের আদালত ভবনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করাই যায়।

মেদভেদেভের এমন হুমকির পর উদ্বেগ প্রকাশ করে বুধবার (২২ মার্চ) এক বিবৃতি দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, তারা এসব ‘হুমকিতে’ চিন্তিত।

বিবৃতিতে বলা হয়েছে, আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেয়ার এই প্রচেষ্টাগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply