সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের গুলশানের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে এ সংবাদ সম্মেলন করেন অভিনেতা। সেখানে ক্ষোভ প্রকাশ করে শাকিব খান বলেন, প্রতারক বা প্রতারক চক্র কাকে ম্যানেজ করে দেশ ছাড়তে পারলেন জানি না।
এর আগে বৃহস্পতিবার সকালে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আদালত মামলা গ্রহণ করেছেন। আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে। তবে আমি বিশ্বাস করি না, রহমত উল্লাহ একা এর পেছনে আছেন।
শাকিব খান আরও বলেন, তিনি দেশ ছেড়ে যে দেশে পালিয়ে গেছেন তারা, সেই অস্ট্রেলিয়ার কোনো প্রশাসনে আমি যদি অভিযোগ দায়ের করতাম, তাহলে তারা তাকে ইমিগ্রেশনেই আটকানোর ব্যবস্থা করতো। তবে কোন প্রশাসনকে ম্যাসেজ করে তিনি দেশ ছেড়েছেন তা জানি না।
এ সময় প্রযোজক অ্যাসোসিয়েশনের প্রতি ক্ষোভ জানিয়ে শাকিব খান বলেন, ছবির প্রযোজক না হয়েও রহমত উল্লাহ প্রযোজক অ্যাসোসিয়েশনে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। অ্যাসোসিয়েশনে যারা দায়িত্বে আছেন, তারা একবারও বিষয়টি যাচাই-বাছাই করে দেখলো না!
শাকিব বলেন, যদি প্রযোজক অ্যাসোসিয়েশন প্রথম থেকেই এ বিষয়টি খতিয়ে দেখতো, তাহলে আজ হয়তো এত বড় ঘটনা ঘটতো না।
এসজেড/
Leave a reply