বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে: ওবায়দুল কাদের

|

ফরিদপুরে অবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। ঢাকঢোল পিটিয়ে তারা আন্দোলন শুরু করে আর প্যানপ্যানানিতে তা শেষ হয়। দৌঁড়াতে দৌঁড়াতে পদযাত্রা থেকে এখন মানববন্ধনে গিয়ে দাড়িয়েছে তারা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই সে আন্দোলন কখনও সফল হয় না। বিএনপির টার্গেট দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করা। আন্দোলনে তারা ব্যর্থ।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংবিধান থেকে আমরা একচুলও নড়বো না। সুপ্রিম কোর্ট যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন, সেই তত্ত্বাবধায়কের কাছে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ সময়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply