প্রথমবারের মতো ‘৩ স্টার’ জার্সি পরে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও জয়বঞ্চিত হয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৮ মিনিটে থিয়াগো আলমাদা ও ৮৯ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে পানামাকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার উৎসবের এই ম্যাচে গোল করে পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮০০ গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন খুদে জাদুকর মেসি।
নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে পানামাকে আতিথ্য দেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা সবাইকে প্রথম একাদশে সুযোগ দেয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। যেই কথা সেই কাজ, সেদিনের শুরুর একাদশ নিয়েই খেলতে নামে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৫তম মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে হলুদ কার্ড দেখেন পানামার ডিফেন্ডার কেভিন গালভান। প্রায় ২৭ গজ দূর থেকে নেয়া পিএসজি তারকার দুর্দান্ত ফ্রি কিক দুর্ভাগ্যবশত পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। পুরো ম্যাচ জুড়ে প্রায় ৭৫ শতাংশ বলও রাখে নিজেদের নিয়ন্ত্রণে। তবে মুহুর্মুহু আক্রমণ শানালেও প্রথমার্ধে ভাঙতে পারেনি পানামার গোলবারের প্রাচীর। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় মেসি বাহিনী।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। ম্যাচের ৭৮ মিনিটে এসে দেখা দেয় কাঙ্ক্ষিত গোল। অবশ্য গোলটি অল্পের জন্য মেসির হয়নি। ৭৮ মিনিটে মেসির বাঁকানো ফ্রি কিক পানামার গোল পোস্টে লেগে ফিরে আসে। তখন লিয়ান্দ্রো পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। সে সময় পাশেই দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে জালের দেখা পায় আর্জেন্টিনা।
এর ঠিক ১১ মিনিটের ব্যবধানে স্বাগতিকদের স্কোর বোর্ডে দ্বিতীয় গোল যুক্ত হয়। ৮৯ আবারও ফ্রি কিক নেন মেসি। মেসির বাঁকানো শট সরাসরি ঢুকে পড়ে জালে। এতে আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯৯তম গোল আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০তম! শেষ পর্যন্ত পানামা গোলের দেখা না পেলে ২-০ গোল নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২৮ মার্চ দিবাগত রাত ২টায় ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসদের স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র কুরাকাও-এর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসি গোল পেলে জাতীয় দলের হয়ে তার গোলের সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যাবে ফুটবল জাদুকরের।
/আরআইএম
Leave a reply