পানির নিচে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

|

জাহাজ ও সাবমেরিনে হামলার জন্য নতুন ধরনের পারমাণবিক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পানির নিচে হামলায় সক্ষম এই ড্রোন। খবর এপির।

পিইয়ংইয়ং জানায়, সমুদ্রের গভীরে বিস্ফোরিত হয়ে তেজস্ক্রিয় সুনামি ছড়ানোর মাধ্যমে শত্রুর জাহাজ ও বন্দর ধ্বংস করতে পারে এই ড্রোন। সমুদ্রের প্রায় ৫শ’ ফুট গভীরে গিয়ে আঘাত হানে এই অস্ত্র। এই পরমাণবিক আন্ডারওয়াটার ড্রোন যেকোনো উপকূলীয় এলাকা ও বন্দরে আঘাত হানতে সক্ষম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply