আজ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের দিন। সকালে মণ্ডপে মণ্ডপে শুরু হয় বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জনের মধ্যদিয়েই শেষ হবে পাঁচদিনের দুর্গাপূজার আয়োজন।
দর্পণ বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে চলবে বিবাহিত নারীদের সিঁদুর খেলা।এরপর দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে। গতকাল নবমী থেকেই দেবীর বিদায়ে সুর সব মণ্ডপে মণ্ডপে। ভক্ত-অনুরাগীদের মধ্যেও বিষাদের ছাপ। এবার কৈলাস থেকে নৌকায় চড়ে মর্তে আসেন দুর্গতিনাশীনি দুর্গা। আর ফিরে যাচ্ছেন ঘোড়ায় চড়ে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে দশমীর শোভাযাত্রা বের করা হবে। আর রাত ১০ টার মধ্যেই শেষ হবে প্রতিমা বিসর্জন।
এ বছর দেশের ৩০ হাজার ৭৭ টি আর রাজধানীতে ২৩১ টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply