চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে ২৭ জেলে আটক

|

স্টাফ করসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ২৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৩৯ কেজি জাটকা, ৮টি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় পৃথক পৃথক স্থান থেকে ২৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটককৃত জাটকা স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply